শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
17 Jan 2025 01:54 pm
পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ- বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি রংপুরের পীরগঞ্জ উপজেলার আইটি ট্রেনিং এন্ড কিউবেশন সেন্টার পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি উক্ত উক্ত সেন্টার পরিদর্শন করেন তিনি।
এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক একে এম আমিরুল ইসলাম,আইটি ট্রেনিং এন্ড কিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক হুমায়ুন কবির,রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ময়নুল ইসলাম, বেগম রোকেয়া বিশ^ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান,পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম প্রমুখসহ পীরগঞ্জস্থ আইটি ট্রেনিং এন্ড কিউবেশন সেন্টারের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সেন্টার পরিদর্শন কালিন সময়ে শীষ হায়দার চৌধুরী বলেন, এ আইটি সেন্টারের কিছু কাজ এখনও অবশিষ্ট রয়েছে। তার পরেও এটি উদ্ভোধন করা হয়েছিল আমরা আশা করছি আগামী ২ মাসের মধ্যে আইটি ট্রেনিং সেন্টারটির কাজ সমাপ্ত হবে এবং আমরা আনুষ্ঠানিক ভাবে এর কার্যক্রম শুরু করতে পারব।পরে তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী পীরগঞ্জের শহীদ আবু সাঈদের বাড়ীতে গিয়ে প্রয়াত আবু সাঈদের কবর জেয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর