শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
18 Jan 2025 07:00 pm
বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কলোনী শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বাংলাদেশ মসাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার প্রস্তুতি সভা সংগঠনের আহবায়ক অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্টিত হয়।সদস্য সচিব ড. আবু সালেহ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুৃল হক সরকার।
বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল,জেলা সেক্রেটারী মাওলানা মানছুরুল ইসলাম,শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা সহকারী সেক্রেটারী মাও: আব্দুল বাসেত।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আব্দুল মোমেন, অধ্যক্ষ মাওলানা এবিএম হাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, অধ্যক্ষ মাওলানা ঈসমাইল হোসেন,অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা ড. রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে আগামী ২৫ জানুয়ারী শনিবার বগুড়ার টিট ুমিলনায়তনে মাদরাসা শিক্ষক পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আওয়ামী জাহেলিয়াত দেশে ধর্মীয় শিক্ষা ও কুরআন প্রতিষ্ঠার আন্দোলন নস্যাৎ করতে চেয়েছিল।বরং গণ আন্দোলনের মুখে তারাই পালিয়েছে।জামায়াতে ইসলামী এদেশে কুরআনের আইন চালু করতে চায়।এজন্য দেশের সকল মাদরাসা শিক্ষকরা একযোগে এগিয়ে আসলে তা আরো সহজ হবে।কুরআনের আইন প্রতিষ্ঠা পেলে বৈষম্য মুক্ত সমাজ গড়ে উঠবে সবাই শান্তিতে থাকবে।তিনি দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য সবাইকে কুরআনের পক্ষে কাজ করার আহবান জানান।