শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
18 Jan 2025 04:11 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলায় অন্তবর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এর সার্বিক সহযোগিতায় সুবিধা বঞ্চিত ৬'শ জন শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন হাকিমপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র সমাজ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা অডিটোরিয়াম রুমে হাকিমপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এসব শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ জানে আলম, হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই শামসুল আলম,এএসআই মাসুদ রানা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র সমাজের মধ্যে, কৌশিক আহমেদ,তানভীর রেজা তন্ময়,মিল্লাত আহমেদ, নাঈম হাসান,নিলয়,ফারহানা মীম,নাইদ সহ শিক্ষার্থী বৃন্দ।
বৈষম্য বিরোধী ছাত্র তানভীর রেজা তন্ময় ও মিল্লাত আহমেদ বলেন, সম্প্রতি সময়ে আমাদের বর্তমান সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মহোদয় দিনাজপুর জেলা সফর করেন।
এসময় তিনি দিনাজপুর জেলার সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণের ইচ্ছা পোষন করেন।তারই ধারাবাহিকতায় উপদেষ্টা আসিফ মাহমুদ এর সার্বিক সহযোগিতায় উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩৬ টি ওয়ার্ডে ৬' শ কম্বল বিতরণ করা হবে।
আজ হাকিমপুর হিলি পৌরসভার ৯ টি ওয়ার্ডের সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।