শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
18 Jan 2025 12:59 pm
আদমদীঘি (বগুড়া)প্রতিনিধি:-বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবীর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট।গত বুধবার (১৫ জনুয়ারী) সন্ধ্যায় সগকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো,নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের জমশের আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫০), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারের আব্দুর রহমানের ছেলে রুহুল আমিন (২৮)।আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির দুর্গাপুর গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে আইজুল ইসলাম (৩৫), ছাতিয়ানগ্রামের টিপুর ছেলে আব্দুল মোমিন (২০),সান্তাহার সাহেব পাড়ার ছবেদ আলীর ছেলে পলাশ (৩০) ও বশিপুর গ্রামের বাছের আলীর ছেলে বায়েজিদ ইসলাম (৫৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের সদস্যরা গত বুধবার আদমদীঘি সদর, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।অভিযানে মাদকদ্রব্য সেবনের অপরাধে উক্ত ছয়জন মাদকসেবীকে আটক করা হয়।আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করার পর রুহুল আমিন,বায়েজিদ,পলাশকে ৪ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা, আইজুল ইসলাম, জাহাঙ্গীর আলমকে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা এবং আব্দুল মোমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ১৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা।মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেন ।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি