শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
18 Jan 2025 06:31 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ কামরুল হাসান এর বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
১৬ই জানুয়ারি বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানকে পলাশবাড়ী আদর্শ কলেজ,গ্রীন্ডফিল্ড স্কুল,ইউনিক স্কুল ও নির্বাহী অফিসের কার্যালয়ে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রথমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানকে ফুলের শুভেচ্ছা জানান পলাশবাড়ী উপজেলা যুবদল।
উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদের নেতৃত্বে যুবদলের নেতৃবৃন্দ এ ফুলের শুভেচ্ছা জানান।এসময় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার ও সদস্য সাদেকুল ইসলাম রুবেল নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
এছাড়াও পৌর শহরের বৈরী হরিনমারী সমাজকল্যাণ সংস্থার সভাপতি গোলজার সরকার রাজিব নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানান।
এর পূর্বে পলাশবাড়ী আদর্শ কলেজের উদ্যোগে পলাশবাড়ীর বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় করা হয়। এসময় পলাশবাড়ী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ কলেজের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পর হতে সুনামের ও সত্যতার সহিত দায়িত্ব পালন করায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ হতে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।