বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
18 Jan 2025 01:50 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলন ও কাউন্সিলে নির্বাচনের মাধ্যমে ৩ শত ৭৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন রবিউল কবির মনু ও ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু জাফর লেলিন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহিদুর রহমান রানক, আব্দুল মান্নান সেন্টু।
এর আগে ১৪ জানুয়ারী মঙ্গলবার দুুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের এবং সাদা পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা আব্দুল খালেক, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি’র সম্মানিত সভাপতি বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা.ময়নুল হাসান সাদিক।
দলীয় কার্যালয়ের পূর্ব পাশের মাঠে সম্মেলনে প্রথম অধিবেশন পৌর বিএনপি’র আহবায়ক রবিউল কবির মনু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাফর লেলিন ও কাজল চাকীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল,গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র সংগ্রামী আহবায়ক ও জেলার সহ-সভাপতি জননেতা ফারুক আহমেদ,জেলা বিএনপি’র সহ সভাপতি ও উপজেলা সদস্য সচিব রেজানুল হাবিব রফিক,সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপি’র সহ সভাপতি জননেতা ফারুক কবির আহমেদ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন দিপু।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন,গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক সহ জেলা উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে দ্বিতীয় সেসনে কাউন্সিল অধিবেশনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে পৌর বিএনপি’র নয়টি ওয়ার্ড ৪৬৯ জন কাউন্সিলরা অংশ গ্রহণে ভোট গ্রহণ করে।