বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
16 Jan 2025 01:48 pm
৭১ভিশন ডেস্ক:- বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়ক গোকুল হযরত শাহ শাফি (রঃ) এর মাজারের সামনে রাস্তার উপর থেকে ফেনসিডিল ও গাঁজাসহ পুরুষ ও নারী গ্রেফতার।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বগুড়া ‘ক’ সার্কেল,জেলা কার্যালয়,উল্লেখিত স্থানে আজ বুধবার ১৫ জানুয়ারি অভিযান পরিচালনা করে বিভিন্ন সিএনজি তল্লাশী করে।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষিদের সামনে আসামী মোঃ আব্দুল ওয়াহাব (২২) এর ডান হাতে ধরা একটি স্কুল ব্যাগ থেকে ৬৫ বোতল ফেন্সিডিল অপর আসামী মোছাঃ হাজেরা বেগম (৫০) এর ডান হাতে স্কুল ব্যাগে পলিথিনে মোড়ানো ৩ কেজি গাঁজাসহ ২ পুরুষ ও নারী আসামীকে গ্রেফতার করে বগুড়া সদর থানায় তাদের নামে পৃথক-পৃথক মামলা দায়ের করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ আব্দুল ওয়াহাব (২২), পিতা-মোঃ মঞ্জুরুল ইসলাম, সাং- রাজারামপুর, ওয়ার্ড নং-৪ নং, ইউপি-৭ নং শিবনগর, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর।
মোছাঃ হাজেরা বেগম (৫০), পিতা মৃত. হাশমত, স্বামী মৃত. আব্দুল ওয়াহাব, সাং অজ্ঞাত কম্পেরহাট, ওয়ার্ড নং-৬ নং, ইউপি-১ নং রামখানা (নাহারগঞ্জ বাজার), থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং-১৪(গ) এবং ১৯(ক) ধারায় ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।