বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
16 Jan 2025 07:40 pm
ফিরোজ হোসেন বদলগাছী,(নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, উপজেলার কর্মরত সাংবাদিগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি)- ২০২৫ বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের নিকট থেকে বদলগাছী উপজেলার অনিয়ম- দুর্নীতি,শিল্প,সাহিত্য চর্চা, সংস্কৃতি ও নাগফজলী আম উন্নয়ন বিষয়ক মতামত শোনেন এবং তা লিপিবদ্ধ করেন।আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে ভাবনাগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি উপস্থিত সাংবাদিকদের আশ্বাস প্রদান করেন। তারমধ্যে নাগফজলী আম ও বাস শিল্পের উৎপাদন বিষয়ে দ্রুতই কার্যক্রম শুরু করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি জানান।
এসময় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, "সাংবাদিক সংস্থা," বদলগাছী'র যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু হাসান, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক ফিরোজ হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জ্বার গিফারী, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ বলু সহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।