বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
17 Jan 2025 01:38 am
বগুড়ায় গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে সংগঠনের ৩৬ জন মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে ৫৭ লক্ষ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ,চিকিৎসা অনুদান ১৬ লক্ষ ২০ হাজার টাকা,শিক্ষা অনুদান ১ লক্ষ ২৬ হাজার টাকাসহ অন্যান্য অনুদান প্রধান করা হয়।সোমবার সন্ধ্যায় বগুড়া শহরের টেম্পল রোডে সাবেক সভাপতি নজরুল ইসলাম পাতুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন আলম,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,প্রধান উপদেষ্টা আলহাজ্ব কামরুল আলম রিপু ও সাবেক সভাপতি আমিরুল ইসলামসহ অন্যরা।
উল্লেখ্য বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের ৫৬ হাজার শ্রমিক নিয়ে এই সংগঠনটি প্রতিবছর ধারাবাহিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে
এসএম দৌলত বগুড়া।