মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
14 Jan 2025 07:08 pm
শরীয়তপুর প্রতিনিধি:- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ বলেছেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।আর শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করে বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।এছাড়া আপনাদের সহযোগিতা থাকলে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর)'কে নিয়ে আমার যে স্বপ্ন তা বাস্তবায়ন করতে পারবো।
শনিবার (১১ জানুয়ারি ২০২৫) শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয় এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির ভূইয়া, সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ,এম রাসেল হাওলাদার,উপজেলা যুবদল সদস্য সচিব মাহবুবুর রহমান খোকন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরীফ ওহেদুজ্জামান উজ্জল,যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক বিএম সুজন আহম্মেদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।