মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
16 Jan 2025 02:45 am
এসএম সিরাজ,বগুড়া:-সোমবার দুপুরে বগুড়ার বনানী ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজী ভবনে আয়োজিত শতাধিক অসহায় দারিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের জোনাল হেড শহীদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন।
উপস্থিত ছিলেন আই বি আই টির অধ্যক্ষ জামাল উদ্দিন, এডমিন অফিসার আব্দুর রাজ্জাক, জোনাল অফিস কর্মকর্তা মোস্তাক হোসেন প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কুরআনের আইন প্রতিষ্ঠা হলেই অসহায় দারিদ্র মানুষের দু:খ কস্ট থাকবে না। যারা কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে বাঁধা দিয়েছে মহান আল্লাহ তাদের উৎখাত করে অন্য রাস্ট্রে নিক্ষেপ করেছে।
অধ্যক্ষ শাহাবুদ্দিন আরো বলেন, ছাত্র- জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার সাথে দেশ ধ্বংশকারী জঙ্গীরাও পালিয়ে গেছে।তারাই জঙ্গীবাদের ধুঁয়া তুলে দেশ বরেণ্য আলেম- উলামা, মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং দাড়ি-টুপি ওয়ালাদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে হেয় প্রতিপন্ন করেছে।তাই এই পতিত স্বৈরাচারিনীকে যেকোন মূল্যে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তিনি পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে বলিষ্ঠ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।