মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
25 Jan 2025 06:30 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য ওএমএস-এর চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৩ জানুয়ারী) বেলা ১০টায় আদমদীঘি উপজেলা সদরে এই চাল বিতরণ উদ্বোধন করেন,আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার (চলতি দায়িত্বে) সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রাব্বানী, উপ-খাদ্য পরিদর্শক রাকিব হাসানসহ নেতৃবর্গ।আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রাব্বানী জানান,অত্র উপজেলায় তিনটি ডিলারের মাধ্যমে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন ২ মেট্রিক টন করে সরকার নির্ধারিত ৩০ টাকা কেজি মূল্যে এই চাল বিক্রি করা হবে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি