সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
22 Jan 2025 08:07 pm
৭১ভিশন ডেস্ক:- ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২ হাজার ১৮৪ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১২ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান।
জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ১৩১ কেজি ৪২৪ গ্রাম স্বর্ণ, ১৩৭ কেজি ২৮৯ গ্রাম রুপা, ২ লাখ ১৪ হাজার ৮০৫টি শাড়ি, ২ লাখ ১০ হাজার ৬৩টি থ্রিপিস/লেহেঙ্গা/তৈরি পোশাক, ৩৩ লাখ ২২ হাজার ৩৬১টি কসমেটিক্স সামগ্রী, ৭০ লাখ ১৫ হাজার ৮২৪ কেজি চিনি, ৫৮ হাজার ২৭৪ কেজি চা পাতা, ২ লাখ ৩৫ হাজার ৪৪৬ কেজি পেঁয়াজ, ৩ লাখ ৩৮ হাজার ৪৯৭ কেজি রসুন, ৬৫ হাজার ২৯৮ কেজি জিরা, ৮৯ লাখ ৩৬৫ কেজি মাছ, ৪ লাখ ৩১ হাজার ৪০৭ কেজি সুপারি, ৪৮ হাজার ৫৯৮ ঘনফুট কাঠ, ৬ হাজার ৫৩ ঘনফুট পাথর, ৭ লাখ ৩৭ হাজার ১৮০ কেজি কয়লা, ৬১ হাজার ১৪৪টি ইমিটেশন গহনা, ১৭টি কষ্টি পাথরের মূর্তি, ১৪ কেজি ৮১ গ্রাম সাপের বিষ, ৮ কেজি ৩৯৮ গ্রাম তিমির বমি (অ্যাম্বারগ্রিস), ৩৩ হাজার ১৩২ কেজি কারেন্ট জাল, ১২ লাখ ৬৭ হাজার ১৪৮ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২৫ হাজার ৬২৪ কেজি সার, ১২ হাজার ২৬২ লিটার ডিজেল/পেট্রল/অকটেন, ৯ হাজার ৯০৭টি মোবাইল, ১ লাখ ৫টি মোবাইল ডিসপ্লে, ৩ লাখ ৬০ হাজার ২৮৮ পিস চশমা, ১০ লাখ ৩২ হাজার ৯৪ পিস চকলেট, ২ লাখ ৭৮ হাজার ২৫৩ প্যাকেট বিস্কুট, ২ হাজার ১৮০ প্যাকেট কীটনাশক, ৩৮ কেজি ৪০০ গ্রাম কচ্ছপের হাড়, ২,৫১,৬৪,৫০৭ পিস আতশবাজি, ২০৭টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৮টি বাস, ৪৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯১টি পিকআপ, ৩৮৩টি সিএনজি/ইজিবাইক, ৮৭৩টি মোটরসাইকেল এবং ২৩৫টি বাইসাইকেল।
একই সময়কালে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩৮টি পিস্তল, ৫টি এসএমজি, ১৮টি গ্রেনেড, ৮টি রাইফেল, ৬টি রিভলভার, ৫২টি সব প্রকার গান, ৮ হাজার ৮৫৯ গোলাবারুদ, ৪৫টি ম্যাগজিন, ৪টি মর্টার শেল, ৪১টি ককটেল, ১০.৪৪ কেজি গান পাউডার এবং ২৩৩টি ব্লাংক কার্টিজ।
এ ছাড়া গত বছর বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময়ে ৯২ লাখ ১৬ হাজার ৮৭৮ পিস ইয়াবা, ৮৪ কেজি ৭৯১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩১ কেজি আফিম, ২ লাখ ১৪ হাজার ২৮ বোতল ফেনসিডিল, ২ লাখ ৩৯ হাজার ৩৭২ বোতল বিদেশি মদ, ৭ হাজার ৭৭৯ লিটার বাংলা মদ, ১,৮৪,২৮০টি মদ তৈরির ট্যাবলেট, ১৩ হাজার ২৬৬ ক্যান বিয়ার, ১৫ হাজার ৭৮২ কেজি গাঁজা, ২৬৪ কেজি ৮৪ গ্রাম হেরোইন, ৬ হাজার ২৪ কেজি ৩৫৩ গ্রাম কোকেন, ১৪৭ বোতল এলএসডি, ৮৯,০৭,৩৪৩টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৩৬ হাজার ১৭৩টি ইস্কাফ সিরাপ, ১১১,১০,৫৪৮টি বিভিন্ন প্রকার ওষুধ, ১২ হাজার ৫১০ বোতল এমকেডিল/কফিডিল, ১২ লাখ ৭৩ হাজার ৪১২টি নেশা জাতীয় ও উত্তেজক ইনজেকশন এবং ৫৭ লাখ ৭০ হাজার ৭৫৭টি অন্যান্য ট্যাবলেট জব্দ করা হয়েছে। একই সময়ে ১২০ একর জমির পপি ক্ষেত ধ্বংস করা হয়েছে।
এ ছাড়াও ২০২৪ সালে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৮৮ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২ হাজার ৬৭৮ জন বাংলাদেশি নাগরিক, ১৫৫ জন ভারতীয় নাগরিক এবং ১৪ হাজার ৩৩৬ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কালের কণ্ঠ