রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
22 Jan 2025 05:07 pm
শরীয়তপুর প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সখিপুর থানা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ১১ জানুয়ারি ২০২৫ শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা উক্ত কমিটির অনুমোদন করেন। সখিপুর থানা শাখা জাতীয়তাবাদী মহিলা দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক মুন্নি হাবিবা, যুগ্ন আহবায়ক সানজিদা, ফরিদা সিদ্দিক, ফাতেমা বেগম, লাবনী বেগম, ঝর্ণা আক্তার, শামীমা বেগম, আমেনা বেগম, আসমা বেগম, সদস্য সচিব সম্পা সর্দার, সদস্য সাবিহা নাসরিন জুলিয়া, সাগরিকা, হামিদা আক্তার, সুবর্ণা আক্তার, সখিনা আক্তার, মুক্তা ইসলাম, ফৌজিয়া হক, সাবানা আক্তার, জান্নাতুল ফেরদৌস, সাহিনা নুর, সোহেলা, নিগার সুলতানা, বিউটি বেগম, হোসনে আরা, নুরজাহান, নাসীমা, শামীমা, খাদিজা আক্তার, হেলেনা আক্তার, শামীমা আক্তার সামু, শাহানা বেগম।
এদিকে, নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা ও সাধারণ সম্পাদক শাহানাজ মৃধা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে, উক্ত কমিটির নেতৃবৃন্দ’কে দলীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।