রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
13 Jan 2025 01:33 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও মুদ্রাক্ষরিক পদে ১৩ জন এবং হিসাব সহকারী পদে ৩ জনের পদপূরণে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।এসময় ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার এবং বদলি পরীক্ষা দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় শুরু হওয়া দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা চলে সাড়ে ১১ টা পর্যন্ত।পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন,শাহ সুলতান (৩২), আসাদুজ্জামান আসাদ,রাসেদ আহমেদ (২৪) ও সাইমুন ইসলাম (২৫)। সবাই গাইবান্ধা জেলার বাসিন্দা।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন,জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য জনবল নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার ও প্রক্সি পরিক্ষা দেওয়া দুই পরিক্ষার্থীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।