রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
16 Jan 2025 02:45 am
শরীয়তপুর প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ভেদরগঞ্জ উপজেলা শাখা ও পৌরসভা শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।সম্প্রতি শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা উক্ত কমিটির অনুমোদন করেন।এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) তাঁকে ফুলেল শুভেচছা জানান নেতৃবৃন্দ।
ভেদরগঞ্জ উপজেলা শাখা জাতীয়তাবাদী মহিলা দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন,আহ্বায়ক শিরিন মাহামুদ, ১নং যুগ্ম আহ্বায়ক জিয়াসমিন তালুকদার,যুগ্ম আহ্বায়ক রেনু, সীমা সর্দার,ওয়াশিদা ইয়াসমিন মুন্নী,তাহেরুন নেসা টুনি,সদস্য জাহানারা বেগম,রেহেনা সর্দার,বকুল,রুবিনা,শারমীন তালুকদার,ময়না বেগম,বানু বেগম,ফিরুজা বেগম,পারুল বেগম,শিউলী আক্তার, সুলেখা,সেলিনা,নাসরীন,মুক্তা বেগম, রিয়া,কলি,রাশিদা বেগম,নীলা বেগম,হাওয়া বেগম,আশা বেগম,আছমা বেগম, সোনিয়া বেগম,মুক্তা বেগম, সুমি আক্তার,ফারজানা আক্তার।
এছাড়াও ভেদরগঞ্জ পৌরসভা শাখা জাতীয়তাবাদী মহিলা দলের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক লিপি ইসলাম,১ নং যুগ্ম আহবায়ক শারমিন তালুকদার, যুগ্ম আহবায়ক নূর নাহার বেগম,আমেনা বেগম,মায়া বেগম,সদস্য রুকসানা বেগম,রহিমা বেগম, রুনা বেগম,নাজমা বেগম, কাজল বেগম,চিনু বেগম,জহুরা বেগম, রুপা বেগম,আয়েশা বেগম,রিতা বেগম।
এদিকে, আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা ও সাধারণ সম্পাদক শাহানাজ মৃধা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও শুভেচ্ছা জানিয়েছেন।অন্যদিকে, উক্ত কমিটির নেতৃবৃন্দ’কে দলীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।