রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
15 Jan 2025 04:04 pm
ব্যবহারকারীদের প্রত্যাশা ছাড়িয়ে যেতে স্মার্টফোনটিতে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি; ২৩ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন ফোনটির ব্যবহারকারীরা
বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার দেশের বাজারে সম্প্রতি উন্মোচন করেছে অনার এক্স৫বি প্লাস স্মার্টফোন। অনারের এক্স সিরিজের নতুন সংযোজন এ স্মার্টফোনটিতে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ,সুবিশাল স্টোরেজ, অত্যাধুনিক এআই ক্যামেরা ফিচার ও হাই-পারফরমেন্স ডিসপ্লে।যারা এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতে নতুন ফোন খুঁজছেন, তাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে অনার এক্স৫বি প্লাস।
সাধারণ ব্যবহারের ক্ষেত্রে, অনারের নতুন স্মার্টফোনটি একবার চার্জ দিয়ে দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির কারণে ফোনটির পাওয়ার-এফিশিয়েন্ট মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর চলবে স্বাচ্ছন্দ্যে।
৭৩১ডব্লিউএইচ/এল এনার্জি-ডেন্সের ব্যাটারি ৮.৭ মিলিমিটার পুরুত্বের ডিজাইনের ফোনটিতে সহজেই মানিয়ে যায়, হাতে নিয়ে স্বাচ্ছন্দ্যে ফোনটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।অনলাইন ব্রাউজিং হোক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্যই হোক, অনার এক্স৫বি প্লাসে চার্জ থাকবে দীর্ঘক্ষণ, একবার চার্জ দিয়ে ফোনটিতে অনলাইন ব্রাউজিং করা যাবে ২২ ঘণ্টা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে ২৩ ঘণ্টা। এছাড়াও, অনারের সুপার পাওয়ার-সেভিং মোডের কারণে মাত্র ১০ শতাংশ ব্যাটারি অবশিষ্ট থাকা অবস্থায়ও স্মার্টফোনটি ১৯ ঘণ্টারও বেশি স্ট্যান্ডবাই থাকবে।
অনার এক্স৫বি প্লাস নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী পারফরমেন্সে। স্মার্টফোনটিতে ১ হাজার বার চার্জ সাইকেলের পরেও ব্যাটারির সক্ষমতা থাকবে ৮৫ শতাংশ, যা চার বছরের জন্য নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করবে। এ অসাধারণ ব্যাটারি পারফরমেন্স অনার এক্স৫বি প্লাস-কে বর্তমানের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারিযুক্ত স্মার্টফোন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অনার এক্স৫বি প্লাসে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি, যেখানে ব্যবহারকারীরা ৬০ হাজারের বেশি ছবি, ২৪ হাজারের বেশি গান কিংবা ২শ’টিরও বেশি সিনেমা সেইভ করতে পারবেন।ফোনটিতে রয়েছে অনার র্যাম টার্বো প্রযুক্তি, যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে ৪ জিবি থেকে ৮ জিবি পর্যন্ত র্যামের কার্যকারিতা বৃদ্ধি করে; ফলে, মাল্টিটাস্কিং হবে এখন আরও স্বাচ্ছন্দ্যদায়ক এবং ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা হবে আরও সমৃদ্ধ।
শুধুমাত্র ব্যাটারি ও স্টোরেজই নয়, অনার এক্স৫বি প্লাসের উন্নত মাল্টি-ক্যামেরা সেটআপ মোবাইল ফটোগ্রাফিকে নিয়ে যাবে নতুন উচ্চতায়, ব্যবহারীরা সহজেই তাদের জীবনের অসাধারণ মুহূর্তগুলোকে ফ্রেমবন্দী করতে পারবেন।স্মার্টফোনটির ৫০ মেগাপিক্সেলের এআই আল্ট্রা-ক্লিয়ার মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবি হবে এখন আরও ঝকঝকে। ডিভাইসটির এআই অবজেক্ট রিকগনিশন ফিচার স্বয়ংক্রিয়ভাবে ছবির প্রধান বিষয়বস্তু চিহ্নিত করে এবং ব্যাকগ্রাউন্ড ডিসট্র্যাকশন দূর করবে, যাতে সহজেই ফোকাস ঠিক রেখে স্পষ্ট ছবি তোলা যায়।এছাড়া, এআই ক্ল্যারিটি এনহান্সমেন্ট ছবি তোলার পরে অস্পষ্ট লেখাকে স্বচ্ছ করার মাধ্যমে ছবির গুণগত মান বৃদ্ধি করবে।
অনার এক্স৫বি প্লাসের ৬.৫৬ ইঞ্চি ক্লিয়ার ডিসপ্লে ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেটের মাধ্যমে আল্ট্রা-স্মুথ ভিজ্যুয়াল নিশ্চিত করবে। ফোনটির ডিসপ্লের ৫৩০ নিটস আল্ট্রা-হাই ব্রাইটনেসের কারণে সরাসরি সূর্যের আলোতে ফোনটির স্পষ্ট ডিসপ্লে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।ব্যবহারে আরও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে করতে স্মার্টফোনটিতে ই-বুক মোড, আই প্রটেকশন মোড, ডিসি ডিমিং ও ডায়নামিক ডিমিং ডিসপ্লের মতো অ্যাডভান্সড আই প্রটেকশন ফিচার সংযোজন করা হয়েছে, যা ক্রেতা-কেন্দ্রিক উদ্ভাবনে অনারের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করে।
অনার এক্স৫বি প্লাসের ম্যাজিক ক্যাপসুল ফিচার ব্যবহারকারীদের জন্য পারসোনালাইজড ও স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে। নোটিফিকেশন ব্যানারে একটি সহজ ট্যাপের মাধ্যমে ম্যাজিক ক্যাপসুল প্রয়োজনীয় তথ্য ও বিভিন্ন অপশন প্রদর্শন করবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তৎক্ষণাৎ প্রয়োজনীয় রিসোর্স ব্যবহার করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।
অত্যাধুনিক এসব ফিচার সমৃদ্ধ অনার এক্স৫বি প্লাস পাওয়া যাচ্ছে তিনটি আকর্ষণীয় রঙে: মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু ও স্টারি পার্পল। ডিভাইসটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১২,৯৯৯ টাকা।
অনার বাংলাদেশ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন ব্র্যান্ডটির সোশ্যাল মিডিয়া পেজ ও ওয়েবসাইটে।