শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
15 Jan 2025 10:53 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গত শুক্রবার বাদ জুম্মা বগুড়ার কাহালুর জয়তুল বড় চকপাড়া জামে মসজিদে অত্র গ্রাম কমিটির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, জয়তুল গ্রাম কমিটির সভাপতি আলহাজ্ব মো. বায়জীদ হোসেন (পলাশ), সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক নজমুল হোসেন, কাহালু সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবু প্রামানিক, বিএনপিনেতা, মতিউর রহমান, সোহেল, জহুরুল ইসলাম, আইয়ুব আলী সহ গ্রাম কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন জয়তুল বড় চকপাড়া জামে মসজিদের খতিব মাওঃ এনায়েত হুসাইন জিহাদী।