শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
10 Jan 2025 05:22 pm
শনিবার বগুড়ার টিট ুমিলনায়তনে ছাত্রশিবিরের সাবেক ভাইদের মিলন মেলা সফল করতে সভা সফল করতে বৃহস্পতিবার এক সভা শহর জামায়াত কার্যালয়ে অনষ্ঠিত হয়।বক্তব্য রাখেন শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল,নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক,অফধ্যাপক রফিকুল ইসলাম, এ্যাড. আল আমিন, এ্যাড. রিয়াজ উদ্দিন, সেলিম রেজা, এ্যাড.শাহিন, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাও: হেদায়েতুল ইসলাম,অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।এর আগে বিকেলে শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল টিটু মিলনায়তনে অনুষ্ঠানে সফল কার্যক্রম পরিদর্শন করে।