শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
11 Jan 2025 04:18 am
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:-তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১ নং পাঁচগাছি ইউনিয়ন পরিষদের আয়োজনে গত বৃহস্পতিবার উক্ত ইউনিয়ন পরিষদ চত্তরে আলোচনা, আবৃত্তি, রচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১১নং পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, শাহাপুর বালিকা উচ্চ বিদ্যালয়,ব্রাইট ষ্টার জুনিয়র হাইস্কুল, দশ মৌজা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,শাহাপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসার ছাত্র ছাত্রী রচনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অংশ নেয়।
উক্ত কর্মশালায় পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়ার সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অমূল্য কুমার সরকার,ইউপি সচিব আব্দুল রশিদ মিয়া,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রী,ইউপি সদস্য এবং এলাকাবাসী।
কর্মশালার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের কন্ঠে গান।
মোঃ আকতারুজ্জামান রানা