শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
11 Jan 2025 12:53 am
কুড়িগ্রাম প্রতিনিধি:-কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাব এর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বুধবার (৮ জানুয়ারী) প্রেসক্লাব চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বণ্যার্ঢ র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মমতাজুল হাসান করিমির সভাপতিত্বে ও সহ-সভাপতি সহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জ্যেষ্ঠ সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাতদরগাহ নেছারিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.মোশারফ হোসেন,বণিক সমিতির সহ-সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, ক্ষেত মজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেলোয়ার হোসেন, লেখক আবু হেনা মোস্তফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন সেনগুপ্ত, দপ্তর সম্পাদক নুরজ্জামান সরকার, সদস্য নুরবক্ত মিয়া প্রমুখ।আলোচনা সভা শেষে ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
সাইফুর রহমান শামীম