বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২৫
11 Jan 2025 01:57 am
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শষ্যভান্ডারখ্যাত গুমাইবিলের কৃষিজমির টপ সয়েল কেটে বিক্রি অপরাধে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. ইসমাইল সিকদারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকালে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় স্কেভটর দিয়ে ফসলি জমি কেটে অন্যত্র পাচার করে আসছিল একটি প্রভাবশালী চক্র। একাধিক ট্রাক যোগে গ্রামীণ সড়ক হয়ে মাটি নিয়ে যাওয়ার কারনে রাস্তাঘাটের ক্ষতি হয়।খবর পেয়ে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে জরিমানা ও মাটি কাটা বন্ধ করেন।