বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২৫
10 Jan 2025 08:15 pm
রাহেল সরকার উজ্জল নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : কবর থেকে তোলা হলো জুলাই আগস্ট বিপ্লবে নিহত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের আশিকুল ইসলামের মৃতদেহ।নিহত হবার প্রায় ৫ মাস পর ময়নাতদন্তের জন্য এ মৃতদেহ উত্তোলন করা হয়।বুধবার ৮ ( জানুয়ারি) সকালে শহীদ আশিকুল ইসলামের গ্রামের বাড়ী নরহরিপুর গ্রামের কবর স্থান থেকে মৃতদেহ উত্তোলন করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পঠানো হয়।
জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার দক্ষিণ বনশ্রী জি ব্লকের ১ নং রোডে গুলির আঘাতে আশিকুল ইসলাম নিহত হয়। পরে আশিকুলের মা আলিশা আফরোজ বাদী হয়ে ঢাকার খিলগাও থানায় মামলা দায়ের করেন। এদিকে আশিকুল ইসলামের লাশ ময়নাতদন্ত না করে দাফন করায় মৃতদেহটি কবর থেকে উত্তোলন করা হয় বলে জানিয়েছেন সিআইডি, পুলিশ পরিদশক আঃ ওয়াহাব ।
তিনি জানান,গত ০৯ সেপ্টেম্বর ঢাকার খিলগাও থানায় একটি মামলা হয়। যার নং-১৬ ।এতে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০ থেকে১৫০ জনকে আসামী করা হয়। মামলার তদন্তের স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী অফিসার আনিসুর রহমানের উপস্থিতিতে মৃতদেহ উত্তোলন করা হয়।