বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২৫
12 Jan 2025 01:47 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব/২৫ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা আইসিটি অফিসার ও জামগ্রাম ইউ পির প্রশাসক মো. শাহরিয়ার ছিদ্দিক।
কর্মশালায় উপস্থিত ছিলেন জামগ্রাম ইউ পির সচিব মো. আজমল হোসেন, হিসাব সহকারি শহিদুল ইসলাম, জামগ্রাম ইউ পি সদস্য সেলিম জাহাঙ্গীর, আব্দুল বারিক, রাকিবুর রাশেদীন রিপন, আব্দুল বারী, নিরঞ্জন চন্দ্র, ইছারন বেগম, শিউলী খাতুন, হাবিবা আকতার, আইয়ূব আলী, আবুল কালাম মো. নুরুল ইসলাম, সাইদুর রহমান সহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।