বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২৫
10 Jan 2025 11:28 am
৭১ভিশন ডেস্ক:- বগুড়া জেলা পুলিশের বিশেষ অভিযানে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব শেখ গ্রেফতার করা হয়।
বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা,পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় বগুড়া ডিবির ইনচার্জ এর নেতৃত্বে ডিবি বগুড়া ও সদর থানার যৌথ টিমের বিশেষ অভিযানে বগুড়া সদরের আলোচিত হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব শেখ কে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম আজ ভোরে ৮ জানুয়ারী ২০২৫ রাত্রে পৌর শহরের গোহাইল রোড সূত্রাপুর এলাকার মৃত মুনছুর শেখ ছেলে মোঃ আলহাজ্ব শেখ (৫৫), কে তার নিজ বসত বাড়ি হইতে বগুড়া সদর মামলায় গ্রেফতার করা হয়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আলহাজ্ব শেখ (৫৫) এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে ০৬টি হত্যা, বিষ্ফোরক ও ০১ টি অস্ত্রসহ সর্বমোট ২০(বিশ) টি মামলা রয়েছে।
প্রকাশ যে, গ্রেফতারকৃত আসামীকে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।