বুধবার, ০৮ জানুয়ারী, ২০২৫
10 Jan 2025 07:54 pm
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে রাস্তার উপর দাঁড় করিয়ে রাখা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা খেয়ে কলেজ ছাত্র ফারদিন (১৮) সহ ২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে উপজেলার তেরো মাইল নামক স্থানে।
নিহত ফারদিন উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ও নাটশাল বিএম কলেজের ১ম বর্ষের ছাত্র এবং নিহত রেজুয়ান শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নওগাঁ থেকে একটি মোটরসাইকেল যোগে মহাদেবপুরে ফিরছিলেন তারা। পথিমধ্যে তেরো মাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনা স্থলেই ফারদিনের মৃত্যু হয়।গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।