সোমবার, ০৬ জানুয়ারী, ২০২৫
16 Apr 2025 05:36 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল রবিবার রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনা সদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।একই সঙ্গে ওই এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, রবিবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করেন।
এ সময় সেনাবাহিনী,নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান;৫৫ পদাতিক ডিভিশনের জিওসি; যশোরের এরিয়া কমান্ডার; সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কালের কণ্ঠ