রবিবার, ০৫ জানুয়ারী, ২০২৫
10 Jan 2025 11:33 am
সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:-পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা,জেঁকে বসেছে শীত।কয়েক দিনের তুলনায় হঠাৎ এ জেলার ওপর দিয়ে বহমান হিমেল হাওয়া বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রার পারদ নেমেছে এক অঙ্কের ঘরে।আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।বাতাসের আর্দ্রতা ৮৬ পারসেন্ট ও মৃদু শৈত প্রবাহ চলমান।তবে সকাল থেকে সূর্যের আলো দেখা যাচ্ছে।
ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তরের হিমেল হাওয়া।সঙ্গে পড়ছে শিশির বিন্দু।কনকনে শীতে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা।সময়মত কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা।বিপাকে যানবাহন চালকরাও।তাদেরকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে।শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
এদিকে গতকাল শুক্রবার এ জেলায় মৌসুমী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং গত ১৩ ডিসেম্বর এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, দেশের উত্তর অঞ্চলের ৮ জেলার মধ্যে পঞ্চগড়ে সবচেয়ে বেশি শীত অনুভ‚ত হয়। হিমালয়ের অতি নিকটবর্তী হওয়ার কারণে এমন আবহাওয়া বিরাজ করে প্রতিবছর।আর যখনই হিমেল হাওয়া এ জেলার ওপর দিয়ে বয়ে যায় তখনই তাপমাত্রার পারদ হ্রাস পেতে শুরু করে।