রবিবার, ০৫ জানুয়ারী, ২০২৫
10 Jan 2025 07:28 pm
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে আদালতে মামলা দায়ের করায় বাদিকে হুমকি ও শারিরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ভুক্তভোগী আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খনজোর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে হেলাল উদ্দিনের সাথে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে একই গ্রামের আহাদ আলী সরদারের সাথে।এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন গত ৭ আগষ্ট হেলালের বসতবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করে।
এ ঘটনায় হেলাল উদ্দিন বাদি হয়ে ১৪ জনের বিরুদ্ধে নওগাঁ কোর্টে মামলা একটি দায়ের করেন। এ মামলা দায়েরের পর থেকে বিবাদি লোকজন বাদিকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। এরই এক পর্যায় গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় বাদি হেলাল তার ভাঙচুরকৃত বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন।
এমন সময় অভিযুক্ত লোকজন বাদিকে মারপিট করে এবং তার কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় হেলাল উদ্দিন বাদি হয়ে খনজোর গ্রামের আহাদ আলীর ছেলে মঞ্জুর রহমানসহ (৩৮) তিন জনের বিরুদ্ধে আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, অভিযোগ তদন্তের জন্য একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।