শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫
05 Jan 2025 08:00 pm
সঞ্জু রায়,বগুড়া:-আসন্ন ২০২৫ সালের পবিত্র হজ্জ কে সামনে রেখে শুক্রবার দিনব্যাপী বগুড়ায় সায়েম ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ ইন্টারন্যাশনাল এর আয়োজনে শহরের টিএমএসএস অডিটোরিয়ামে ৫ শতাধিক হজযাত্রীর অংশগ্রহণে মতিবিনিময় সভা এবং সঠিক ভাবে হজ্জ পালনের প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
হজের নিয়ম-কানুন অবগতকরণের পাশাপাশি উত্তরবঙ্গের সর্বপ্রথম হজ ট্রাভেলস এজেন্সী হিসেবে অনুষ্ঠানে নিজেদের সেবাসমূহ তুলে ধরেন সায়েম ট্রাভেলস এর স্বত্বাধিকারী মক্কা প্রবাসী আব্দুল মান্নান।
এছাড়াও অনুষ্ঠানে এ বছরই প্রথম হজ যাত্রীদের সামনে বক্তব্য রাখেন সৌদি আরব মক্তবের পরিচালক জামাল ওসমান খান। সৌদি এই নাগরিক অনুষ্ঠানে
সাম্প্রতিক সময়ে সৌদি সরকারের আইন-কানুন সম্পর্কে ধারণা প্রদানের পাশাপাশি হজ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, প্রতিবছর তথ্য বিভ্রান্তিতে প্রতারক চক্রের খপ্পরে পড়ে অনেক ধর্মপ্রাণ মুসল্লী হজযাত্রায় নানা বিড়ম্বনায় পড়েন যা কখনোই কাম্য নয়। বিভিন্ন লোভনীয় ও অবাস্তব প্রতিশ্রুতিতে বিশ্বাস না করে পেশাদার এজেন্সির মাধ্যমে আল্লাহর ঘরে যেতে মনস্থির করার আহ্বান জানান জামাল ওসমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী আবু মোত্তালিব মানিক বলেন, ২০০৫ সাল থেকে যাত্রা করা সায়েম ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ ইন্টারন্যাশনালের সুনাম দীর্ঘদিনের। তিনি জানান, পবিত্র হারাম শরীফ থেকে মাত্র ৩০০ মিটার থেকে ১০০০ মিটারের মধ্যে উক্ত এজেন্সির রয়েছে নিজস্ব স্থায়ী আবাসন ব্যবস্থা যা অত্যন্ত প্রশংসনীয়।এছাড়াও প্রতিদিন মসজিদে হারামে তাহাজ্জুদসহ ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার সুযোগ প্রাপ্তি পরম সৌভাগ্যের বিষয়।যেহেতু সরকারি ঘোষণা অনুযায়ী এবছর ন্যূনতম ৫'শ হাজী না হলে কোন এজেন্সি হজ যাত্রা করতে পারবেন না তাই এবছর পেশাদার এজেন্সি ছাড়া অন্যদের আর খুব একটা সুযোগ থাকবে না। এমন পরিস্থিতিতে সারাদেশের ৫০টি প্রতিষ্ঠানের একটি উত্তরবঙ্গের গর্ব সায়েম ট্রাভেলস এর মাধ্যমে নিশ্চিন্তে হজ যাত্রায় যেতে পারছেন বগুড়ার ধর্মপ্রান মুসল্লিরা যা অত্যন্ত প্রশান্তির।
সায়েম ট্রাভেলসের পরিচালক ডা: আব্দুর রব রায়হান, আব্দুল্লাহ আল রাফাত ও রাকিব রেদওয়ানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আতাউল্লাহ, মাওলানা আব্দুর রশিদ, রেজাউল করিম মন্ডল সুরুজ, জুয়েল আহমেদ প্রমুখ।