শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫
05 Jan 2025 08:50 am
শরীয়তপুর প্রতিনিধি:-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাজিরা উপজেলা, পৌরসভা ও জাজিরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।বুধবার (১ জানুয়ারি ২০২৫) বিকালে জাজিরা উপজেলা শহরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাজিরা উপজেলা ছাত্রদলের আহবায়ক এমএম মনিরুল ইসলাম মনির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর।সঞ্চালনায় ছিলেন, মোঃ শামিম ফকির, সাহস সরদার, ফরিদ মিয়া, রায়হান খান তপু, জিসান কাজী,জয় আহাম্মেদ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রোকন ঢালী, মোল্লা মোঃ নাসির উদ্দিন,মোঃ দবির বেপারি,শাহ আলম আকন, আবু আলেম ফকির, নুর আলম মড়ল,মহিলা দল নেত্রী রুমা হামিদ,সিমা, সিদ্দিক মল্লিক,দিন ইসলাম আকন,মহসিন মাদবর,সোলেমান সরদার,বি এম জসিম উদ্দিন,হারুন বেপারি,মোঃ জসিম বেপারি, আক্কাস শেখ, তপু ঢালী, ধুলু মাদবর,তোফাজ্জল আকন,আনোয়ার বয়াতি,কামাল হাওলাদার, হারুন,শওকত,আতাউর মল্লিক,শাহিন শিকদার,খলিল খান,সোহেল খান,রুহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা,এস কে সুমন,শান্ত মল্লিক, সজিব, নাজমুল,জিহাত কাজী, শাহিন মৃধা,রকিব, রাজিব, রাসেল, সাকিব মাদবর,নিরব ফকির,লালন ফকির, শাহাদাৎ,জাহিদ, সাইফুল।ছাত্রদলের তরুণ নেত্রী,সায়মা,লাবনী, সানজিদা, মিম, তামান্না, সুসমিতা,ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।