শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫
05 Jan 2025 09:18 am
বুধবার রাতে বগুড়া শহীদ তারেক সংঘ আয়োজিত খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুৃষ্ঠান অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার রওশন মোস্তফা রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠন ডিএফএ’র সাবেক সভাপতি খাজা আবু হায়াত হিরু।
এ সময় শহীদ তারেক সংঘের ভারপ্রাপ্ত সভাপতি শাহাদত হোসেন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জুবের হাসান সুভেন,আমিনুল ইসলাম,শুভ্র, রনজু,জয়ন্ত,মনিরুজ্জামান, নজরুল ইসলাম,কামরুল ইসলাম,মাসুদ চৌধুরী, রফিকুল ইসলাম,তানজির,জাহিদ,অসিত, রুবেল,পবিত্র প্রমুখ।
অনুষ্ঠানে ৫০ জন খেলোয়ারকে ক্রীড়া সামগ্রী সহ ট্রাকস্যুট প্রদান করা হয়।