শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫
11 Jan 2025 03:46 am
শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির আহবায়ক কমিটি ঘোষণা ও অফিস উদ্বোধন করা হয়েছে।এউপলক্ষ্যে বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫) বেলা ১১ ঘটিকায় শরীয়তপুর জেলা শহরের পালং বাজারে সমিতির অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির আহবায়ক আবুল কাশেম ভেন্ডারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সমিতির উপদেষ্টা মাহাবুব আলম তালুকদার।প্রধান বক্তা ছিলেন,শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সমিতির উপদেষ্টা দুলাল খান।বিশেষ অতিথি ছিলেন,শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সমিতির উপদেষ্টা বিএম মহিউদ্দিন বাদল, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, সাবেক পৌর কাউন্সিলর ও সমিতির উপদেষ্টা সরদার একেএম চান মিয়া।
অনুষ্ঠানে আবুল কাশেম ভেন্ডার'কে আহবায়ক ও আব্দুস সামাদ বেপারী'কে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।এছাড়াও সমিতির নতুন অফিস উদ্বোধন করা হয়।
এসময় শরীয়তপুর সদর দলিল লেখকগণ ও সমিতির আহবায়ক কমিটির সদস্য বৃন্দ সহ স্থানীয় গান্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।