বুধবার, ০১ জানুয়ারী, ২০২৫
06 Jan 2025 02:31 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার বগুড়ার কাহালু সরকারি কলেজের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বর্নাঢ্য র্যালী শেষে কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মো. আজম আলী খান।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাহালু সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আলীম, আব্দুল ওহাব, জামায়াতে ইসলামী বাংলাদেশ কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস সাহিদ খান, কাহালু সরকারি কলেজের প্রভাষক সুলতান মাহমুদ, প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাসুদ, প্রভাষক আফজাল হোসেন জেম্স, অবসরপ্রাপ্ত প্রভাষক আত্তারুন্নেছা, নার্গিস, আজমল হোসেন, নাজমা আকতার, মোহাম্মাদ আলী সিদ্দিকী সহ অত্র কলেজের বর্তমান ও অবসরপ্রাপ্ত প্রভাষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
আলোচনা সভা শেষে অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম বীরমুক্তিযোদ্ধা হোসেন আলী সহ সকল মরহুম শিক্ষকদের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।