বুধবার, ০১ জানুয়ারী, ২০২৫
04 Jan 2025 01:20 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার কামার জানিতে জেলা প্রশাসনের ঘোষিত বালু মহল পুনঃবহালের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এর হাতে এ স্মারকলিপিটি প্রদান করেন কামারজানীর এলাকার বাসিন্দারা।
স্মারকলিপি প্রদান শেষে এলাকাবাসীর পক্ষে রানা মিয়া সাংবাদিকদের জানান,গাইবান্ধায় বালু মহল খুবই জরুরি।বালু মহল না থাকায় কারনে একদিকে যেমন এলাকার উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে অন্যদিকে অবৈধ বালু উত্তোলন বেড়ে গেছে।এতে হুমকির মুখে পড়েছে রাস্তা ঘাট ও নদী অঞ্চল।এলাকার উন্নয়নের স্বার্থে গাইবান্ধায় বালু মহল খুবই জরুরি হয়ে পড়েছে।
উল্লেখ্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,উন্নয়নকর্মী,স্থানীয় গনমাধ্যমকর্মীদের দাবীর প্রেক্ষিতে বালু মহাল ঘোষনা করে প্রজ্ঞাপন ও ইজারার নোটিশ জারি করে জেলা প্রশাসন।এই বালু মহল ঘোষনার পর স্থানীয় একটি অবৈধ পন্থায় বালু উত্তোলনকারী সেন্ডিকেট পরিচালনার সুবিধাভোগী ও সরকারি জমি অবৈধ দখলদার কুচক্রী মহল সংঘবদ্ধ হয়ে সরকারি জমি দখল করে বালু উত্তোলন ও সরকারি বালু মহল বন্ধের দাবিতে বিভিন্ন প্রভাকান্ড চালিয়ে বালু মহল বন্ধের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।