বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
10 Jan 2025 12:50 pm
শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে নাওডোবা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় জাজিরা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাজিরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুরুজ মাদবরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক মোঃ রুবেল আকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির আহবায়ক বজলুর রশীদ সিকদার। প্রধান বক্তা ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মাহবুব আলম টিটু আকন। বিশেষ অতিথি ছিলেন, জাজিরা পৌরসভা বিএনপির আহবায়ক কাজী নজরুল ইসলাম,পৌরসভা বিএনপির সদস্য সচিব কে.এম কামরুজ্জামান মিলন। সম্মানিত অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সদস্য আহসান হাবীব স্বপন মুন্সি, উপজেলা জাসাসের সভাপতি লুৎফর রহমান কবিরাজ।
অনুষ্ঠানে নাওডোবা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর সরদারের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ জাজিরা উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানান। উপজেলা বিএনপির নেতৃবৃন্দও তাদেরকে ভালোবাসায় এবং ফুলের মালা দিয়ে বরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পালেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান স্বপন হাওলাদার, যুবদল নেতা শেখ রুবেল, বিকেনগর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মাঝি, বিকেনগর ইউপির প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয়নেতা তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে। আমরা সবাই দেশ গড়ার কাজে যুক্ত হবো, দলকে শক্তিশালী করবো। আমরা দলের কথা বলবো, নেতার কথা মানবো। মানুষ কস্ট পায় এমন কাজ করবো না। আর শেখ হাসিনা আমাদের ঘর ছাড়া করছিল, তিনি এখন দেশ ছাড়া। এটাই আল্লাহর বিচার।
তারা আরও বলেন, জাজিরা তথা শরীয়তপুরের বিএনপিতে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালুর অবদান অপরিসীম। আমরা তার নেতৃত্বেই এগিয়ে যেতে চাই। আর বিএনপি পরিবার সবাই এক থাকতে চাই। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিএনপি করতে চাই।