বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
08 Jan 2025 02:03 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ পূর্ব শুক্রতার জের ধরে বগুড়ার কাহালু পৌর এলাকার (বাবুরবাড়ী) শ্রী বিমল চন্দ্র দাসের নির্মাণাধীন বাড়ীতে গিয়ে তার স্ত্রী পলি রানী (৪০)কে অতর্কিত ভাবে ধারালো হাসুয়া দিয়ে দুই পায়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করেছেন কাহালুর বাজারের আমজাদ ড্রাইভারের পুত্র মিলন ওরফে টাইগার মিলন।
ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে। বর্তমানে পলি রাণী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ পেয়ে কাহালু থানা পুলিশ মিলন ওরফে টাইগার মিলনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, উক্ত ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।