বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
08 Jan 2025 12:42 am
বিধান চন্দ্র রায়,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধি:-নীলফামারীর জলঢাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন সমবায়,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।২৫ ডিসেম্বর (বুধবার) দুপুরে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান,রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক আবু সাঈদ লিওন,জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন,থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।সমবায়,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন,আপনাদের প্রতি বৈষম্য ও আপনাদের দুঃখের কথা শুনতে এসেছি।যেহেতু সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছি।সে জায়গা থেকে কাজ করার সুযোগ আছে।গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে আপনাদের দাবির প্রেক্ষিতে কাজ করা জন্য ও কথা শোনার জন্য এসেছি।জলঢাকা ও নীলফামারী জেলার উন্নয়নে প্রশাসনের পক্ষ যেসব প্রস্তাব এসেছে সেগুলো দ্রত বাস্তবায়ন করা হবে।
উপদেষ্টা আসিফ বলেন,বিগত ফ্যাসিবাদের সময়ে উত্তরবঙ্গে যেসব বৈষম্য হয়েছে।অন্তর্বর্তীকালীন সরকার সেসব বৈষম্য ঘোচাতে এবং সারাদেশে অন্যান্য জেলা বিভাগে যেভাবে উন্নয়ন হয়েছে সেভাবে রংপুর রাজশাহী বিভাগেও উন্নয়ন করা হবে।সরকারি কর্মকর্তাদের ঘুষ বিষয়ে হুশিয়ারি করে।আসিফ মাহমুদ বলেন, সরকারের কোন কর্মকর্তা ঘুষের সাথে জরিত সুস্পষ্ট প্রামাণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।