বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
28 Dec 2024 01:04 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- আদমদীঘির সান্তাহারে সাংবাদিকদের সাথে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সান্তাহার প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাগর খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,আদমদীঘি উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন, সাংবাদিক এমআর ইসলাম রতন, সহকারি অধ্যাপক সাংবাদিক রবিউল ইসলাম রবীন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সান্তাহার পৌর জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) শামসুল আলম,সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান,প্রশিক্ষণ সেক্রেটারি মাওলানা আইয়ুব আলী,পরিকল্পনা সেক্রেটারি মির্জা আবুল কালাম আজাদ,বায়তুলমাল সেক্রেটারি ইসহাক আলী,ওলামা সেক্রেটারি মাও:কামরুজ্জামান,মানব সম্পদ ও আইসিটি সেক্রেটারী অধ্যক্ষ সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আলম খান, হারেজুজ্জামান,মমতাজুর রহমান, বুলবুল আহমেদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি