মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
01 Jan 2025 11:01 pm
৭১ভিশন ডেস্ক:-বিশ্বজুড়ে এখন ‘অনলি ফ্যানস’-এর দাপট। এই প্লাটফরমে কাজ করছেন বিশ্বের জনপ্রিয় সব মুখ। আর এখানে অ্যাডাল্ট কন্টেন্ট তৈরির জন্য নিজের পিএইচডি পর্যন্ত ছেড়েছেন এক জনপ্রিয় ইউটিউবার যার নাম জারা ডার! সম্প্রতি এমনটাই জানালেন জারা। বললেন, এই সিদ্ধান্ত ভয়াবহ কঠিন ছিল তার জন্য।
সম্প্রতি নিজের একটি ভিডিও পোস্টে সেই অজানা কথা শেয়ার করলেন জারা ডার। জানালেন, এই সিদ্ধান্ত কতটা স্ট্রেসের ছিল তার জন্য। এক্স হ্যান্ডেল (টুইটার) এক ব্যক্তি একটি ভিডিও পোস্ট করেন জারা ডারের। সেখানে জারাকে বলতে শোনা যায়, ‘আমি আমার পিএইচডি ছেড়ে দিয়েছি।
পিএইচডি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আমি ভীষণ কেঁদেছি। ভীষণই। আমি যে বিষয়টা নিয়ে খুব কষ্টে ছিলাম সেটা কিন্তু নয়। কিন্তু আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন আর স্ট্রেসের ছিল।