মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
25 Dec 2024 01:33 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামে নুনিয়াগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে শ্রী গোপাল ও গোকুল চন্দ্রের MMB নামক ইট ভাটা দীর্ঘ
দিন থেকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানে পাশে ইট কাটা ও পোড়াইয়ের কাজ করে আসছে।এ ব্যাপারে এলাকাবাসী বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করলেও ক্ষমতা ও অর্থ দিয়ে সবার মুখ বন্ধ রেখেছেন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যাক্তি জানান,ভাটা মালিকদ্বয় তার ছেলেদের মাধ্যমে একটি বাহিনী গড়ে তুলে তাদের মনগড়া মত ইচ্ছার বাহিরে নামমাত্র মুল্যে ভাটা এলাকার জমি ক্রয় অথবা লিজ দিতে বা্ধ্য করেছেন।তাছাড়া আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে জমি সুরক্ষা আইন অমান্য করে রাতের আধারে স্কেভেটার (ভেকু) এবং কাকরা গাড়ী দিয়ে ফসলী জমির মাটি কেটে আনার সময় এলাকার জনচলাচলের কাঁচা রাস্তা গুলো চলাচলের অনুপোযোগী করে ফেলে।তাদের অন্যায় কাজে বাধা দিলে বাধাদানকারীদের বিভিন্ন প্রকার হুমকী,ধামকী ও শারিরিক নির্যাতনসহ মামলা মোকদ্দমার ভয় দেখাতেন বলে জানান।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ২৩ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইয়াসা রহমান তফাদার উক্ত ভাটায় অভিযান চালায়।এসময় বিদ্যালয়ের পার্শ্বে ইট ভাটা নির্মাণ করে পরিবেশ দুষন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১লক্ষ টাকা জরিমানা করে।