মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
10 Jan 2025 11:26 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রামে মৃত জোব্বার মন্ডল এর নাতি,রাজুর বড় ছেলে রিফাত মন্ডল এর মৃত্যু নিয়ে নানা সমালোচনার ঝড় উঠেছে। সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে এ প্রশ্ন এলাকাবাসীর।
ঘটনার বিবরণে জানা যায় ২২ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার পলাশবাড়ী পৌরসভার রাইগ্রামের মৃত জোব্বার মন্ডলের নাতি রাজুর ১ম পুত্র রিফাত মন্ডল (২০) এর সাথে ২৯ ডিসেম্বর রাইগ্রাম মক্তব উন্নয়ন কল্পে সভা উপলক্ষে এলাকার কিছু গন্যমান্য ব্যাক্তি তার বাড়ীতে দেখা করতে যায়।তাকে ডাকতে ডাকতে বাড়ীর ভিতরে গিয়ে দেখতে পায় উঠানে গাছের সাথে আধা ঝোলা অবস্থায় রিফাত ঝুলিয়ে আছে।এ সময় তারা বাড়ীতে কাউকে না পেয়ে আশেপাশের লোকজনকে ডাক দিলে তারা এসে রিফাতকে মৃত অবস্থায় দেখতে পায়।
এদিকে মৃত রিফাতের মা রেকসোনা বেগম ও সৎ পিতা শেখ সেলিমকে বাড়ীতে না পাওয়ায় তার নিকটজন পাড়া প্রতিবেশীর মাঝে নানা জল্পনার সৃষ্টি হয়েছে ।
এলাকাবাসী জানান মৃত রিফাতের সৎ পিতা শেখ সেলিম ও তার মা রেকসোনা বেগম এ মৃত্যুর সাথে জরিত কিনা ? এ বিষয়ে সত্য ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে।এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।