মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
15 Jan 2025 07:57 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- উপদেষ্টার মৃত্যুতে রাষ্ট্রিয় ভাবে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার ঘোষণা থাকেও পলাশবাড়ী ১ নং কাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন না করা সরকারি আচরণ বিধি লংঘন করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ।
২৩ ডিসেম্বর সমবার পলাশবাড়ীর কাতুলী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালেয়ের প্রধান শিক্ষিকা মাহামুদা বেগম কে এই কারন দর্শনের নোটিশ প্রদান করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
অন্তবর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রালয়ের উপদেষ্টা এ.এফ.হাসান আরিফের মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত করেননি।
জানা যায়,জেলা পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন না করা সরকারি কর্মচারী আচরণ বিধির স্পষ্ট লংঘন করে।
পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর স্বাক্ষরিত উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের স্মারক পত্রে জানানো হয়,স্মারক নম্বর: উশিঅ/পলাশ/গাই/২০২৪/৯২০ তারিখ:২৩/১২/২০২৪ খ্রি. বিষয়: কারণ দর্শানোর নোটিশ। সূত্র: ৩৮. ০১. ০০০০. ১০৭.১৮.০০৩.২২-২৩৬১, তারিখ: ২২/১২/ ২০২৪ ইং উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফের ইন্তেকালের কারণে অদ্য ২৩/১২/২০২৪ খ্রি. রাষ্ট্রীয় শোক পালনের নিদের্শনা রয়েছে।
এ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখার নির্দেশনা রয়েছে। আপনি এ নির্দেশনা অগ্রাহ্য করে জাতীয় পতাকা উত্তোলন করেননি মর্মে অভিযোগ পাওয়া যায়।
এ প্রেক্ষিতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ফিরোজ কবির আকন্দ ৩:১৭ ঘটিকায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় দেখতে পান নি; যথাসময়ে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন নি।এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে না তার সন্তোষজনক জবাব আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট লিখিতভাবে দাখিল করার জন্য বলা হলো। অন্যথায় একতরফা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।