সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
14 Jan 2025 12:44 pm
৭১ভিশন ডেস্ক:- ৪ এপিবিএন,বগুড়ার সম্মানিত অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ শহীদ আবু সরোয়ার স্যারের সার্বিক দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের “সাইবার টিম” কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের ০৭ টি হারানো মোবাইল উদ্ধার পূর্বক অদ্য ২২/১২/২০২৪ খ্রি.প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।এসময় উপস্হিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সম্মানিত অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ শহীদ আবু সরোয়ার মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুর রাজ্জাক খান,সহকারী পুলিশ সুপার জনাব নাহিদ হাসান,সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান,পিপিএম,সহ সাইবার সেলের সদস্যগন।হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মোবাইলের মালিকগন ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,নিশিন্দারা,বগুড়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
৪ এপিবিএন, বগুড়ার সাইবার ক্রাইম সেলের হট লাইন- ০১৩২০-১৯০২০৬-এ যোগাযোগ করে আপনার অভিযোগ/পরামর্শ নিতে পারেন।
উল্লেখ্য যে, সাইবার ক্রাইম সংক্রান্তে সকল ধরণের সহযোগিতার জন্য প্রস্তুত ৪ এপিবিএন, বগুড়ার “সাইবার টিম”।