সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
01 Jan 2025 06:20 am
মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের উত্তরবিরাঙ্গন গ্রামে “ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে বড় ভাই”এমন অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছিলেন যাচ্চু সরদারের ছোট ভাই পান্নু সরদার।তবে যাচ্চু সরদার পাল্টা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পান্নু সরদারকে ডিভোর্স দেওয়ার পরই মাহিনুর আক্তারকে বিয়ে করেছিলো যাচ্চু সরদার।রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় বিধিবিধান মেনেই মাহিনুরকে বিয়ে করা হয়।কিন্তু পান্নু সরদার সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে যাচ্চু সরদারকে হেয় প্রতিপন্ন করেছে।যাচ্চু সরদার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
যাচ্চু-মাহিনুর দম্পত্যি জানান,১২ বছর পূর্বে মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের সামসুদ্দিন সরদারের ছেলে ইতালি প্রবাসী পান্নু সরদারের সঙ্গে মাহিনুর আক্তারের বিয়ে হয়।বিয়ের পর পান্নু তার স্ত্রী মাহিনুর আক্তারের সাথে দাম্পত্য কলোহ দেখা দেয়।মাহিনুরের অভিযোগ, স্ত্রী হিসেবে পান্নু সরদারের যে অধিকার পাওয়ার কথা তা পায়নি মাহিনুর আক্তার। পান্নু সরদার স্ত্রী মাহিনুরকে রেখে একাধিক মেয়ের সাথে পরোকিয়ায় লিপ্ত হয়।এভাবেই চলতে থাকে তাদের দাম্পত্য জীবন।
একপর্যায়ে মাহিনুর আক্তারের সাথে মনমালিন্য দেখা দিলে মাহিনুর আক্তার তার প্রাক্তন স্বামী পান্নুকে ডিভোর্স দেয়।পরবর্তীতে যাচ্চু সরদারের সাথে তার প্রেমের সম্পর্ক হয়,প্রেমের সম্পর্কের এক পর্যায়ে যাচ্চু সরদারকে ধর্মীয় নিয়মনীতি মেনে বিয়ে করে মাহিনুর আক্তার। পান্নু-মাহিনুর দম্পত্তির ৯ বছরের একটি কন্যাসন্তানও রয়েছে।
তারা জানান,বিয়ের পর তারা সুখেই আছেন।তাদের মধ্যে কোন দাম্পত্য কলোহ নেই। সুখে শান্তিতে সংসার চালিয়ে আসছেন।এই বিষয়টি এখন পান্নু সরদার ঘোলাটে করার চেষ্টা করছে।যাচ্চু সরদারের সাথে পান্নুর জমি নিয়ে বিরোধ আছে।তাই পান্নু যাচ্চুকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন যাচ্চু-মাহিনুর দম্পত্যি।
নাম প্রকাশে অনইচ্ছুক ধুরাইল ইউনিয়নের বাসিন্দা এক বাসিন্দা বলেন, আসলে এটা তাদের পারিবারিক বিষয়।এ বিষয় আমাদের নাক না গলানোই উচিৎ।পান্নু সরদার তার স্ত্রীকে তেমন দেখাশুনা করে নাই। স্ত্রী হিসেবে দেয়নি তেমন অধিকার। হয়তবা, ওই রাগেই মাহিনুর পান্নুকে ডিভোর্স দিয়ে তার বড় ভাই যাচ্চুকে বিয়ে করেছে।
ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার বলেন, যেহেতু পারিবারিক বিষয় তাই এ বিষয় কোন কথা না বলাই ভালো।শুনেছি তারা ধর্মীয় আইন ও রাষ্ট্র আইন মেনে বিয়ে করেছে! বিয়ে না করলে হয়ত সামাজিকভাবে একটা বিচার করা যেতো।