সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
24 Dec 2024 01:49 am
ইয়ামিন হোসেন,ভোলা;- স্বৈরাচার সরকারের রোষানলে দীর্ঘ এ যুগ বন্ধ থাকা দৈনিক আমার দেশ উদ্দীপনা ও উৎসবের মধ্যে দিয়ে আজ ২২শে ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে হাতে পৌঁছল পাঠকের।
সে উপলক্ষে আমার দেশ কে অভিনন্দন ও স্বাগত জানালো ভোলার রাজনীতিবিদ,শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণী পেশার পাঠকরা।
ভোলা প্রেসক্লাবের হলরুমে উৎসবমুখর পরিবেশে অভিনন্দন জানানো হয় আমার দেশ কে।
দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ এর সভাপতিত্বে আশিকুর রহমান শান্ত ও ইয়ামিন হোসেন এর যৌথ উপস্থাপনায় অভিনন্দন জানান জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন,জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ্, জেলা বিএনপির নেতা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মামুন মাহফুজ, ইসলামী আন্দোলন ভোলার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম।
এ ছাড়া আরো অভিনন্দন জানান, সাংবাদিক আবদুল বারেক, বাসস এর জেলা প্রতিনিধি আলামিন শাহরিয়ার,মানব জমিনের প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম,একুশে টিভির প্রতিনিধি মেজবা শিপু,জিটিভির প্রতিনিধি এম হেলাল উদ্দিন,ভোরের কাগজ এর প্রতিনিধি এইচ এম নাহিদ,ডিবিসি ভোলা প্রতিনিধি এইচ এম জাকির,ইসলামিক টিভির সোলাইমান,দৈনিক ভোলা টাইমস এর সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজীব, দেশ টিভির প্রতিনিধি ছোটন সাহা,কালেরকন্ঠের প্রতিনিধি ইকরামুল আলম,যমুনা টিভির প্রতিনিধি জুয়েল সাহা,ভোরের দর্পনের প্রতিনিধি ইমরান হোসাইন,আইন বার্তার প্রতিনিধি শাহীন কাদের,তৃতীয় মাত্রার প্রতিনিধি ইয়াছিনুল ইমন,এইচ আর সুমন, মঞ্জু ইসলাম,আবদুর রহমান হেলাল, কাজী মহিবুল্লাহ আজাদ,আনোয়ার হোসেন,রিয়াজ উদ্দিন শান্ত,মহিউদ্দিন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও শ্রেণী পেশার পাঠকরা উপস্থিত ছিলেন।