সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
24 Dec 2024 07:09 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিবেদক:-টঙ্গী ইজতেমা মাঠে গত ১৮ ডিসেম্বর গভীর রাতে সন্ত্রাসীদের অতর্কিত হামলা ও চার জন নিহতের ঘটনায় জড়িতদের বিচার এবং সাদপন্থীদের কার্যক্রম ফাঁসির দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বেবর) সকাল ১১টার দিকে ওলামা মশায়েখ ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে হিলি বাজারের গোডাউন মোড় এলাকা থেকে বিভিন্ন প্লেকার্ড এবং ফেস্টুন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলটি বন্দর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা,গত ১৮ ডিসেম্বর টঙ্গি ইজতেমার মাঠে গভীর রাতে তাবলীগের মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান। সেই সাথে ৪ জনকে খুনের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবী জানান এবং সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবী জানান তারা। অন্যথায় সামনের দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।