রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
11 Jan 2025 03:48 am
৭১ভিশন ডেস্ক:- প্রথম ম্যাচ ভেসে গিয়েছিলো বৃষ্টিতে।দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে মাত্র ৫৪ রানে অলআউট করে ২৩২ রানে জিতেছিলো আফগানিস্তান।সিরিজের ৩য় ও শেষ ম্যাচে এসে রীতিমত টি-টোয়েন্টি স্টাইলে খেললো আফগানরা।যার ফলে ৮ উইকেট ও ১৩৯ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিলো হাশমতউল্লাহ শহিদির দল। সে সঙ্গে সিরিজ জিতলো ২-০ ব্যবধানে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নামতে হয় জিম্বাবুয়েকে। ব্যাট করতে নেমে আফগান তরুণ স্পিনার আল্লাহ মালিক গাজনফারের ঘূর্ণিতে মাত্র ৩০.১ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।১০ ওভার টানা বল করে ৩৩ রান দিয়ে নেন ৫ উইকেট।রশিদ খান নেন ৩ উইকেট। ফরিদ আহমদ ও আজমতউল্লাহ ওমরজাই নেন ১টি করে উইকেট।
জিম্বাবুয়ে ব্যাটারদের মধ্যে সিন উইলিয়ামস একাই লড়াই করলেন আফগানর বোলারদের বিপক্ষে।৬১ বলে ৬০ রান করে আউট হন তিনি। এছাড়া ১৩ রান করেন সিকান্দার রাজা। জবাবে ব্যাট করতে নেমে সেদিকুল্লাহ অটল ও আবদুল মালিক মিলে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করেন।সেদিকুল্লাহ ৫০ বলে করেন সর্বোচ্চ ৫২ রান। ২৯ রান করে আউট হন আবদুল মালিক।
শেষ পর্যন্ত ২৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।১৭ রানে রহমত শাহ ও ২০ রানে অপরাজিত ছিলেন হাশমত উল্লাহ শহিদি।রিচার্ড এনগারাভা ও ট্রেভর গুয়ান্ডু নেন ১টি করে উইকেট।