রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
23 Dec 2024 06:39 pm
বগুড়ায় শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে কিন্ডার গার্টেন কল্যাণ এ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ডিসেম্বর) সকাল ৯টায় শহরের সুত্রাপুর ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে জেলার ১২টি কিন্ডার গার্টেন ও মাদরাসার ৮শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিন্ডার গার্টেন কল্যাণ এ্যাসোসিয়েশন বগুড়ার উপদেষ্টা এম এইচ খান মুন্না, মোঃ রুহুল আমিন সরকার, সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সহ-সভাপতি ও ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ তনছের আলী প্রামানিক, পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুবা রেজওয়ানা, কিন্ডার গার্টেন কল্যাণ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, সদস্য সারাবান তহুরা, সাজেদা খাতুন, আবু সাঈদ,চাঁদ সুলতানা, গোলাম রব্বানী প্রমুখ।
পরিদর্শনকালে তারা বলেন,বগুড়া কিন্ডারগার্টেন কল্যাণ এ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় সততা, চারিত্রিক মাধুর্যতা সৃষ্টি, মৌলিক মানবীয় গুণাবলি অর্জনসহ সমাজ ও রাষ্ট্রের জন্য যোগ্য ও আদর্শ নাগরিক তৈরিতে অগ্রনী ভূমিকা পালন করবে।
এছাড়া ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উৎসাহ বাড়াতে মেধা অনুযায়ী সম্মাননা প্রদান করা হয়ে থাকে।বৃত্তি পরীক্ষায় দুটি ধাপে কেজি থেকে ৫ম শ্রেণীর ৮ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে বেলা ২টা পর্যন্ত।এরপর বেলা ২টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে বিকেল ৫টা পর্যন্ত।