রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
23 Dec 2024 12:04 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি তোফায়েল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক সাগর খানকে সংবর্ধণা দেওয়া হয়েছে।শনিবার (২১ ডিসেম্বর) সকালে রেলওয়ে চত্বরে সান্তাহার পৌর বিএনপিসহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের সংবর্ধণা দেয়া হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সান্তাহার পৌর বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলম স্বপনের সঞ্চালায় সংবর্ধণা সভায় বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন,বিএনপি নেতা মাহাবুবুর রহমান রেন্টু, রেজাউল ইসলাম লুদি, শওকত শেখ,মামুন তালুকদার,যুবদল নেতা আব্দুর রাজ্জাক শ্রমিক নেতা আফতাব হোসেন চুটু প্রমুখ।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি